ব্রয়লার ও সোনালি মুরগির দাম কেজিতে ২০-৩০ টাকা বেড়েছে

কালের কণ্ঠ প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৪, ১৬:৫১

নিত্যপণ্যের বাজারে ঊর্ধ্বমুখী দামের কারণে ভোক্তা সাধারণের এমনিতেই নাভিশ্বাস, এর মধ্যে নতুন করে দাম বেড়েছে মুরগির দাম। এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। চাহিদামতো মুরগি না পেয়ে হতাশ খুচরা ব্যবসায়ীরা।


গতকাল বৃহস্পতিবার রাজধানীর পূর্ব নাখালপাড়ার শিল্পাঞ্চল ও মহাখালী কাঁচাবাজার ঘুরে এসব চিত্র দেখা গেছে।


বাজার ঘুরে দেখা যায়, বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ২১০ থেকে ২২০ টাকা এবং সোনালি মুরগি প্রতি  কেজি ৩৩০ থেকে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে।


সকালে পূর্ব নাখালপাড়ার শিল্পাঞ্চল কাঁচা বাজারে দেখা যায়, বেশির ভাগ মুরগির দোকানে ব্রয়লার ও সোনালি মুরগি ক্রেতা অনুপাতে সংখ্যায় কম।


বাজারের মুরগি বিক্রেতা মো. রুবেল হোসেন বলেন, বুধবার রাতে মোহাম্মদপুর কৃষি মার্কেট আর কারওয়ান বাজার ঘুরে কোনো মুরগি পাইনি। পরে কাপ্তান বাজারে গিয়ে চাহিদার তিন ভাগের এক ভাগ পেয়েছি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও