ত্রাণ সহায়তা ব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল: জাতিসংঘ

www.ajkerpatrika.com গাজা প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৪, ১৩:০৬

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৪৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদিকে ত্রাণের অপর্যাপ্ততা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে উপত্যকাটির জনগণের অবস্থা শোচনীয়। দীর্ঘ সময় ধরে যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা চললেও সেগুলো ফলপ্রসূ হচ্ছে না। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত এক প্রস্তাবে আন্তর্জাতিক বিচার আদালতকে (আইসিজে) এ বিষয়ে ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়।


জাতিসংঘ বলছে, আইসিজে যেন গাজার ফিলিস্তিনি বেসামরিক জনগণের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তার নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সাহায্য করে এবং ইসরায়েলের মানবিক বাধ্যবাধকতা নিয়ে একটি পরামর্শমূলক মতামত দেয়।


জাতিসংঘের গাজার মানবিক অফিসের প্রধান জর্জিওস পেট্রোপোলস বলেন, ইসরায়েল ত্রাণ সহায়তা ব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও