শামিকে মাঠে ফিরতে যে ‘কঠিন শর্ত’ দিলেন রোহিত

যুগান্তর প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৪, ২২:৫৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান বোর্ডার-গাভাস্কার সিরিজেও মোহাম্মদ শামির সার্ভিস পাচ্ছে না ভারত। অভিজ্ঞ এই পেসারকে পেতে আর কত দিন অপেক্ষা করতে হবে- এটাই এখন ভারতীয় সমর্থকদের বড় প্রশ্ন!


অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, শতভাগ নয়, ২০০ ভাগ নিশ্চিত হলে তবেই মাঠে দেখা যাবে তাকে। 


সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পর আর ভারতের জার্সিতে কোনো ম্যাচ খেলেননি শামি। অ্যাঙ্কেলের ইনজুরিতে পড়ায় অস্ত্রোপচার করা হয়েছিল। সেই ধাক্কা কাটিয়ে এরই মধ্যে ঘরোয়া ক্রিকেটে নিজের ফিটনেসের প্রমাণ দিয়েছেন ৩৪ বছর বয়সি পশ্চিমবঙ্গের এই পেসার।


তবে এখনও পুরোপুরি ফিট নন শামি- এমনই ইঙ্গিত মিলেছে অধিনায়কের কথায়। শামির হাঁটুতে সমস্যার দিকে ইঙ্গিত করে বুধবার ভারত অধিনায়ক বললেন, অভিজ্ঞ পেসারকে নিয়ে কোনো ঝুঁকি নেবেন না তিনি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও