ভারতের ক্রিকেট বোর্ডকে কত টাকা দেয় আইসিসি

প্রথম আলো প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:০১

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নামের সংক্ষিপ্ত রূপ ‘আইসিসি’, পূর্ণ রূপ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। তবে আইসিসিতে ভারতের দাপট ও প্রভাব বোঝাতে সমালোচকেরা কখনো কখনো এটিকে ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’ও বলে থাকেন। সদ্য বিদায়ী আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে তো দায়িত্ব ছাড়ার সময় এমনও বলেছেন, একটা দেশের এত ক্ষমতা ও প্রভাব থাকাটা ক্রিকেট খেলাটিকে বৈশ্বিকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য সহায়ক নয়।


আইসিসিতে ভারতের এই প্রভাবের সবচেয়ে বড় কারণ দেশটির বিশাল বাজার। ১৪০ কোটি মানুষের দেশে ক্রিকেটই সবচেয়ে জনপ্রিয়, আইসিসির আয়ের জন্য যা বড় মাধ্যম। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা তার সদস্যদেশগুলোকে যে লভ্যাংশ দেয়, তার মধ্যে সবচেয়ে বেশি অংশ পায় ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। এতটাই বেশি যে অন্যদের কেউ ভারতের তিন ভাগের এক ভাগও পায় না।


২০২৩ সালে আইসিসি পরবর্তী চার বছরে তার সদস্যদেশগুলোকে কী পরিমাণ লভ্যাংশ দেবে, তার আর্থিক কাঠামো চূড়ান্ত করে। আইসিসি এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করেনি। তবে জনপ্রিয় ক্রিকেট পোর্টাল ইএসপিএনক্রিকইনফো সংশ্লিষ্ট নথির বরাতে এ–সংক্রান্ত তথ্য সামনে নিয়ে এসেছিল। পরবর্তী সময়ে বিসিসিআই থেকে তার রাজ্য ক্রিকেট সংস্থাগুলোকে পাঠানো মেইলের সূত্রে বিষয়টি নিশ্চিত করে ক্রিকবাজও।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও