
ম্যাচ শুরুর আগেই লাল কার্ড, এমনও দেখেছে ফুটবল
ফুটবল ম্যাচ শেষে লাল কার্ড দেখার ঘটনা এমন ব্যতিক্রমী কিছু নয়। তুমুল উত্তেজনার ম্যাচ শেষে মেজাজ হারিয়ে দুই দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের মারামারিতে জড়ানোর ঘটনা তো প্রায়ই দেখা যায়। ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বশেষ মার্সিসাইড ডার্বি, মানে লিভারপুল-এভারটন ম্যাচেও যেমন হয়েছে। তবে শুধু ম্যাচ শেষেই নয়, ম্যাচ শুরুর আগেও লাল কার্ড দেখার ঘটনা আছে ফুটবলে। সেটিও যেনতেন ফুটবল ম্যাচে নয়, একেবারে ইউরোপের শীর্ষ স্তরের ফুটবলে।
ম্যাচ শুরুর আগে লাল কার্ড দেখা সবচেয়ে বিখ্যাত খেলোয়াড়টির নাম প্যাট্রিস এভরা। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকার এই ‘কলঙ্ক’ ২০১৭-১৮ মৌসুমের ইউরোপা লিগে। ফ্রান্সের সাবেক লেফটব্যাক সে সময়ে খেলতেন ফরাসি ক্লাব মার্শেইয়ে। পর্তুগিজ ক্লাব ভিতোরিয়া দি গিমারাইসের গ্রুপ পর্বের ম্যাচ শুরুর আগে গা গরমের সময়ের ঘটনা। মার্শেইয়েরই এক সমর্থক নিশ্চয় খুব বাজে কিছুই বলেছিলেন এভরাকে। তাতে এভরা এমনই রেগে যান যে দৌড়ে গিয়ে লাফিয়ে উঠে নিজ দলের সেই সমর্থককে লাথি মারেন। ২২ বছর আগের এরিক কান্টোনার সেই ‘কুখ্যাত’ কুংফু কিককে মনে করিয়ে দেওয়া এভরা রেফারিকে ম্যাচ শুরুর আগেই পকেটে থেকে লাল কার্ড বের করতে বাধ্য করেন। সেই ম্যাচে বদলি খেলোয়াড়দের তালিকায় থাকা এভরাকে পরে ইউরোপা লিগে পুরো মৌসুমের জন্য নিষিদ্ধ করে উয়েফা। মার্শেইও পারস্পরিক সম্মতিতে এভরার চুক্তি বাতিল করে।
২০২১ সালে প্যারাগুয়ের সুপারকোপায় এভরার স্মৃতি ফিরিয়ে আনেন সেরো পোরতেনিওর ১ নম্বর গোলরক্ষক জাঁ ফার্নান্দেজ। ম্যাচ শুরুর আগে প্রতিপক্ষ সমর্থকদের দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করায় তাঁকে লাল কার্ড দেখান রেফারি। তবে ঘটনাটা ম্যাচ শুরুর আগে বলে বিকল্প গোলরক্ষককে নামাতে পেরেছিল পোরতেনিও।
- ট্যাগ:
- খেলা
- ফুটবল ম্যাচ
- লাল কার্ড