
জিম্বাবুয়ের বিপক্ষে নিউ জিল্যান্ডের সাতে সাত
উদ্বোধনী জুটিতে ভালো শুরুর পর পথ হারিয়ে ফেলল জিম্বাবুয়ে। নিয়ন্ত্রিত বোলিংয়ে তাদের অল্পে আটকে রাখল নিউ জিল্যান্ড। ডেভন কনওয়ের ঝড়ো ফিফটিতে অনায়াসে জিতল কিউইরা।
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে শুক্রবার নিউ জিল্যান্ডের জয় ৮ উইকেটে। হারারেতে ১২২ রানের লক্ষ্য ৩৭ বল হাতে রেখে পেরিয়ে যায় মিচেল স্ট্যান্টনারের দল।
প্রায় ১০ বছর পর টি-টোয়েন্টিতে মুখোমুখি হলো নিউ জিল্যান্ড ও জিম্বাবুয়ে। এই সংস্করণে সব মিলিয়ে দুই দলের সাতবারের দেখায় সবকটিতে জিতল নিউ জিল্যান্ড।
সিরিজে নিজেদের প্রথম দুই ম্যাচেই জিতে ফাইনালের পথে বড় এক ধাপ এগিয়ে গেল কিউইরা। নিজেদের দুই ম্যাচের দুটিই হেরে ফাইনালে ওঠার পথ অনেক কঠিন হয়ে গেল জিম্বাবুয়ের।
৪টি চার ও ২টি ছক্কায় ৪০ বলে অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা এ দিন কনওয়ে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম পাঁচ ওভারে বিনা উইকেটে ৩৬ রান তুলে ফেলে জিম্বাবুয়ে। পাওয়ার প্লের শেষ ওভারে ব্রায়ান বেনেটের (২০ বলে ২১) বিদায়ে ভাঙে ৩৭ রানের শুরুর জুটি।
- ট্যাগ:
- খেলা
- ত্রিদেশীয় সিরিজ