টঙ্গীতে সংঘর্ষ: নিহতের সংখ্যা আসলে কত?

বিডি নিউজ ২৪ টঙ্গী প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৪, ২২:৪৬

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা জুবায়ের আহমদ ও মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে।


প্রথমে তিনজন, পরে চারজনের মৃত্যুর কথা জানা গেলেও পুলিশ সন্ধ্যা পর্যন্ত দুইজনের লাশ পাওয়ার তথ্য দিয়েছে।


এদিকে এ ঘটনায় জড়িতদের ‘কোনোভাবেই ছাড় নয়’ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।


বুধবার ভোর রাতে ইজতেমা মাঠের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। জোড় ইজতেমা পালন করা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ।


এতে তিনজন নিহত হওয়ার কথা সকালেই জানান গাজীপুরের পুলিশ কমিশনার মো. নাজমুল করিম খান।


পরে বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার উপস্থিতিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাওলানা জুবায়ের আহমদের অনুসারীদের অন্যতম নেতা মামুনুল হক বলেন, এই সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছেন চারজন।


তিনি বলেন, সাদপন্থির ‘সন্ত্রাসীরা’ ঘুমন্ত লোকজনের উপর হামলা চালিয়ে হতাহতের ঘটনা ঘটায়। তবে নিহত চারজনের নাম তিনি জানাতে পারেননি।


এর সূত্র ধরে পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও বৈঠকে চারজনের মৃত্যুর কথা বলেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও