শীতে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের জন্য ফ্লু ও নিউমোনিয়ার টিকা কেন গুরুত্বপূর্ণ?
শীতকাল এলে সিজনাল ফ্লু ও নিউমোনিয়ার মতো সংক্রমণ বেড়ে যায়। ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের জন্য এই রোগগুলো এ সময় আরও ক্ষতিকর হয়ে ওঠে। তাই শীত আসার আগেই ফ্লু ও নিউমোনিয়ার টিকা নেওয়া গুরুত্বপূর্ণ।
কেন শীতের শুরুতে টিকা নেওয়া উচিত?
রোগ প্রতিরোধ: ফ্লু ও নিউমোনিয়া টিকা শরীরকে এই রোগের বিরুদ্ধে লড়াই করার শক্তি দেয়। টিকা নেওয়ার পর আমাদের শরীরে রোগ সৃষ্টিকারী ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে।
গুরুতর জটিলতা প্রতিরোধ: বয়স্ক ব্যক্তি, শিশু, অন্তঃসত্ত্বা ও দীর্ঘস্থায়ী রোগে (ডায়াবেটিস, ক্যানসার, লিভার ও কিডনির জটিলতা, এইডস ইত্যাদি) আক্রান্ত ব্যক্তিদের জন্য ফ্লু ও নিউমোনিয়া গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে। টিকা নেওয়ার মাধ্যমে এই জটিলতার ঝুঁকি কমানো যায়।
হাসপাতালে ভর্তির ঝুঁকি কমায়: ফ্লু ও নিউমোনিয়ার কারণে প্রায়ই শিশু ও বয়স্কদের হাসপাতালে ভর্তি হতে হয়। টিকা নেওয়ার মাধ্যমে এই ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা যায়।
অন্যদের রক্ষা: টিকা নেওয়ার মাধ্যমে শুধু নিজেকেই নয়, পরিবারের অন্যান্য সদস্য এবং সমাজের অন্যদেরও এই রোগ থেকে রক্ষা করা যায়।