খুলল তত্ত্বাবধায়কে ফেরার পথ
আওয়ামী লীগ সরকারের সময়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপ করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ২০ ও ২১ অনুচ্ছেদ বাতিলের রায় দিয়েছে উচ্চ আদালত। এ রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে আসার পথ সুগম হলো। একই সঙ্গে এ দুটি অনুচ্ছেদসহ পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত ৭ক, ৭খ, ৪৪(২) অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করে বাতিলের রায় দিয়েছে আদালত। এ ছাড়া রায়ে সংবিধানের যেকোনো সংশোধনী আনতে গণভোটের বিধান পুনরুজ্জীবিত করতে বলা হয়েছে। তবে আদালত বলেছে, পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল হচ্ছে না। ৫৪টি বিষয়ের মধ্যে ৬টি বাদে বাকি বিধানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেবে পরবর্তী জাতীয় সংসদ।
সংশ্লিষ্ট বিষয়ে পৃথক রিট আবেদনের ওপর দেওয়া রুল আংশিক মঞ্জুর করে গতকাল মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলে, ‘নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপ করা গণতন্ত্র, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, যেগুলো সংবিধানের মূল কাঠামো, তা ধ্বংস করেছে।’