মায়ের কাছে কেন বিয়ের কথা গোপন করেছিলেন জাকির হোসেন
প্রথম আলো
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৩
১৯৭০-এর দশকে সংগীতানুষ্ঠানে অংশ নিতে বিশ্বজুড়ে ঘুরে বেড়াচ্ছেন জাকির হোসেন। সঙ্গে চলছে তবলার কর্মশালাও। এমনই এক কর্মশালায় দেখা হয় আনতোনিয়া মিনেকোলার সঙ্গে। পরিচয় থেকে প্রেম, এরপর বিয়ে। কিন্তু বিয়ের পরও মাকে জানাননি জাকির হোসেন। কিন্তু কেন?
প্রথম দেখার ৮ বছর পর ১৯৭৮ সালে জাকির হোসেন ও আনতোনিয়া বিয়ে করেন। তবে এ নিয়ে কম ঝক্কি পোহাতে হয়নি। এক সাক্ষাৎকারে জাকির হোসেন জানান, মায়ের অনুমতি না নিয়েই বিয়ে করেছিলেন তিনি। আনতোনিয়া মিনেকোলা ইতালীয়-আমেরিকান। বিয়ে নিয়ে মূল ঝামেলা বাধে ধর্মীয় কারণে।