তাহলে কি শেষ তামিমের এনসিএল যাত্রা?

কালের কণ্ঠ প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৪, ১৪:০১

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চার রাউন্ড শেষে সিলেট ছেড়ে ঢাকায় ফিরেছেন বাংলাদেশের তারকা ব্যাটার তামিম ইকবাল। সূত্র জানায়, চোটের কারণে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে আর খেলবেন না তিনি।


সিলেটে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এনসিএলের পঞ্চম রাউন্ডে তামিমের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।


প্রায় সাত মাস পর এনসিএল দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন তামিম।

প্রথম ম্যাচে মাত্র ১৩ রান করলেও পরের ম্যাচগুলোতে ধারাবাহিকভাবে রান করে যাচ্ছিলেন। চার ম্যাচে ৬৩.৩৩ গড় এবং ১৫০.৭৯ স্ট্রাইকরেটে ১৯০ রান করেছেন তামিম। বরিশালের বিপক্ষে শেষ ম্যাচে ৫৪ বলে ঝড়ো ৯১ রান করেন তিনি।


তামিমের দল চট্টগ্রাম এ পর্যন্ত চার ম্যাচে দুটি করে জয় এবং হারের মুখ দেখেছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও