ডেঙ্গু: ১০ সপ্তাহ পর মৃত্যুহীন দিন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৮

বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। প্রায় ৭৩ দিন পর ডেঙ্গুতে মৃত্যুহীন দিন দেখল বাংলাদেশ।


গত ৪ অক্টোবরের পর প্রতিদিনই মশাবাহিত এ রোগে কারো না কারো মৃত্যু হয়েছে। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মৃত্যু হয়েছে ৫৪৮ জনের।


এ বছর বর্ষা মৌসুমের শেষ দিকে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকে, সেই সঙ্গে বাড়ে মৃতের সংখ্যা। অক্টোবরে ১৩৫ জন, নভেম্বরে ১৭৩ জনের মৃত্যু হয়। ডিসেম্বরের প্রথম ১৪ দিনে মারা গেছেন ৬০ জন।


স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭৩ জন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ৯৮ হাজার ৮৭৭ জন হল।


নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৩২ জন, ঢাকা বিভাগে ৮৮ জন, ময়মনসিংহে ১৫ জন, চট্টগ্রামে ৩৪ জন, খুলনায় ৪৪ জন, রাজশাহীতে ২০ জন, রংপুরে ২ জন, বরিশালে ৩৬ জন এবং সিলেট বিভাগে দুইজন ভর্তি হয়েছেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও