বুদ্ধিজীবীর সম্মান ফিরিয়ে দেবেন কারা

কালের কণ্ঠ একেএম শাহনাওয়াজ প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৪, ১১:৪৮

একটি দেশের মেধাবী মানুষ, মেধাচর্চাই যাদের জীবন ও জীবিকা, তারাই বুদ্ধিজীবী পরিচয়ে সমাজে নির্দেশিত হন। যেকোনো দেশের দেশপ্রেমিক নীতিনির্ধারকরা দেশ ও সমাজকে এগিয়ে নিতে বুদ্ধিজীবীদের মেধা গুরুত্বপূর্ণ সম্পদ মনে করেন। তাদের সব ধরনের পৃষ্ঠপোষকতা দেন দেশের স্বার্থে। আন্তর্জাতিকভাবে দেশের ঔজ্জ্বল্য বৃদ্ধি করার জন্য।


অন্যদিকে দুর্বল রাষ্ট্রযন্ত্রের পরিচালক, গণবিরোধী আচরণ যারা করেন—ভুলের কুয়াশার চাদর পরিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চান তাদের সবচেয়ে বড় ভীতি বুদ্ধিজীবী সম্প্রদায়। কারণ সুস্থ ধারার, সুস্থ মানসিকতার বুদ্ধিজীবী অসত্য-অন্যায়কে গণমানুষের সামনে উন্মোচন করেন। আলোকিত করেন সাধারণ মানুষকে। তাই গণবিরোধী সরকারগুলো বুদ্ধিজীবীদের সাধারণত শত্রুজ্ঞান করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও