ভারতীয় মিডিয়ার অপপ্রচার বন্ধ হোক

যুগান্তর ড. মুহাম্মদ ইসমাইল হোসেন প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৪, ১১:৪৩

পার্শ্ববর্তী দেশ ভারতের মিডিয়াসহ সেদেশের একটি গোষ্ঠী অত্যন্ত জোরেসোরে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। দিন-রাত মিথ্যা তথ্য ছড়িয়ে বাংলাদেশে হিন্দু নিধনের কল্পকাহিনি তারা এমনভাবে প্রচার করছে, যা দেখেশুনে চুপচাপ বসে থাকা যায় না। আর এ কারণেই যুগান্তরে প্রকাশিত এক সংবাদে দেখতে পেলাম, টাঙ্গাইলের গোপালপুর থানার জমিদার বাড়ির উত্তরসূরি ‘খোকন চক্রবর্তী’ ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডার প্রতিবাদ করে বলেছেন, ভারতে বসবাসরত তার চার বোনসহ আত্মীয়রা এসব অপপ্রচারে বিভ্রান্ত হয়ে খোঁজখবর নিতে তাকে বারবার টেলিফোন করায় তিনি তাদের জানিয়েছেন, ‘তোমাদের চেয়ে আমরা এখানে ভালো আছি, ভারতীয় মিডিয়া উসকানি দিয়ে আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে’ (যুগান্তর, ১০ ডিসেম্বর)।


বলা বাহুল্য, এক্ষেত্রে খোকন চক্রবর্তী ভারতে অবস্থানরত তার আত্মীয়স্বজনকে সঠিক তথ্য দিয়ে দেশপ্রেমের পরিচয় দিয়েছেন। এক্ষেত্রে ‘তোমাদের চেয়ে এদেশে আমরা ভালো আছি’ বলতে তিনি হয়তো বুঝিয়েছেন, অর্থনৈতিক ও সামাজিক সম্প্রীতির ক্ষেত্রে তিনি বা তারা ভালো আছেন। কারণ, আমাদের দেশের মানুষের মাথাপিছু গড়পড়তা আয় ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, ত্রিপুরা ইত্যাদি বাংলাদেশসংলগ্ন ভারতীয় রাজ্যের চেয়ে অনেক বেশি। আর ধর্মীয় সম্প্রীতি সম্পর্কে ভারতীয় মিডিয়া যেসব প্রচার-প্রচারণা চালাচ্ছে, তা যেহেতু ভিত্তিহীন এবং এখানে যেহেতু কোনো হিন্দু নিধন-নির্যাতন চলছে না, বরং ভারতের কাশ্মীরসহ মিজোরাম ইত্যাদি রাজ্যে সংখ্যালঘু এবং নিুবর্ণের হিন্দুদের উপর অত্যাচার-নির্যাতন চলছে, সুতরাং বাংলাদেশে তাদের ভালো না থাকার কোনো কারণ নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও