এক রাত হাজতে কাটিয়ে মুক্ত হলেন আল্লু অর্জুন
এক রাত থানা হাজতে কাটিয়ে জামিনে মুক্তি পেলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। শনিবার সকালে জেল থেকে বের হন তিনি। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, সকাল ৬টা ৩৫ মিনিটের দিকে হায়দরাবাদের চঞ্চলগুড়া জেলের পেছনের দরজা দিয়ে বেরিয়ে আসতে দেখা যায় তাঁকে। জেল থেকে বেরোনোর সময় উপস্থিত সবার উদ্দেশে হাত নাড়েন এই তারকা।
এই সুপারস্টারকে বাড়ি নিয়ে যেতে এসেছিলেন বাবা আল্লু অরবিন্দ এবং শ্বশুর কাঞ্চর্লা চন্দ্রশেখর রেড্ডি। তাঁদের সঙ্গে জুবিলি হিল্সের বাড়িতে ফিরেছেন অভিনেতা।
‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৯ বছর বয়সী এক নারীর। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় গতকাল শুক্রবার গ্রেপ্তার হন দক্ষিণী তারকা। তাঁকে রাখা হয় হায়দরাবাদের চঞ্চলগুড়া জেলে। কয়েক ঘণ্টার মধ্যেই ব্যক্তিগত বন্ডে জামিন পেয়ে যান তিনি। তবে রিলিজ অর্ডার সময়মতো জেলে না পৌঁছানোয় রাতটা হাজতখানায় কাটাতে হয় আল্লু অর্জুনকে।