ঢাবির হঠাৎ সিদ্ধান্তে আটকানো হচ্ছে ব্যাক্তিগত গাড়ি, মানুষের ভোগান্তি

প্রথম আলো প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে ক্যাম্পাসের সাতটি প্রবেশপথে তল্লাশি চৌকি বসানো হয়েছে। এতে সাপ্তাহিক ছুটির দিন আজ শুক্রবার বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় যানজট তৈরি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, ছুটির দিন শুক্র ও শনিবার ক্যাম্পাসে যানবাহন চলাচল সীমিত করার সিদ্ধান্ত হয়েছে। এজন্য শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বরসহ সাত প্রবেশমুখে তল্লাশি চৌকি বসানো হয়েছে। জরুরি পরিবহন, রোগী, বিশ্ববিদ্যালয়ের কোনো অতিথির গাড়ি বা বিশ্ববিদ্যালয়ের গাড়ি ছাড়া কেউ গাড়ি নিয়ে ক্যাম্পাসে ঢুকতে পারছেন না।


এতে ছুটির দিনে ক্যাম্পাস এলাকায় ঘুরতে গিয়ে যানজটে আটকা পড়েছেন অনেকে। ওই এলাকায় কাজে গিয়েও অনেককে যানজটের ভোগান্তিতে পড়তে হয়েছে। কয়েকজন ভুক্তভোগী প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তের কথা তাঁরা জানতেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও