গার্দিওলার ম্যান সিটি যেখানে সবচেয়ে বাজে
প্রথম আলো
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪০
হার তো বটেই, ড্রকেও নিজের ডিকশনারি থেকে একরকম বাদ দিয়েছিলেন পেপ গার্দিওলা। ম্যাচের পর ম্যাচে প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে দলকে জেতাবেন, এটাই ছিল চেনা চিত্র। কিন্তু সব ভালো দিন নাকি কখনো না কখনো শেষ হতে হয়। এ নিয়ম মেনেই হয়তো ইউরোপে শেষ হতে চলেছে গার্দিওলা-যুগ।
এখনই যদিও শেষ কথা বলার সময় আসেনি, তবে এরই মধ্যে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বাজে মৌসুম হিসেবে স্বীকৃতি পাওয়ার মতো অনেক কিছু দেখে ফেলেছেন গার্দিওলা। যেখানে সর্বশেষ ১০ ম্যাচের ৭টিতেই হেরেছে তাঁর দল। অথচ গত দুই মৌসুমের প্রতিটিতে গার্দিওলার সিটি হেরেছে মাত্র ৭ ম্যাচ।
- ট্যাগ:
- খেলা
- ফুটবল
- ফুটবল ম্যাচ