শ্রম অসন্তোষে আশুলিয়ায় আট পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
চলমান শ্রম আন্দোলনের কারণে সাভারের আশুলিয়ার আটটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। তার মধ্যে গতকাল বৃহস্পতিবার বন্ধ করা হয় ছয়টি। এ ছাড়া শ্রমিকেরা কর্মবিরতি কর্মসূচি পালন করায় এদিন ২১টি কারখানার উৎপাদন ব্যাহত হয়। ১৫-২০ শতাংশ বার্ষিক মজুরি বৃদ্ধি বা ইনক্রিমেন্ট ও নিম্নতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণসহ কয়েকটি দাবিতে শ্রমিকেরা আন্দোলন করছেন।
আশুলিয়ায় গত বুধবার পঞ্চম দিনের মতো এমন ঘটনা ঘটেছে। শ্রম মন্ত্রণালয়ে গত সোমবার মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে পাঁচ ঘণ্টা দর–কষাকষির পর সরকারপক্ষের সমঝোতায় নিম্নতম মজুরি কাঠামো পুনর্নির্ধারণ না হওয়া পর্যন্ত অতিরিক্ত ৪ শতাংশ ইনক্রিমেন্ট চূড়ান্ত হয়। তার আগের দিন আশুলিয়ার একাধিক কারখানায় শ্রমিকেরা ১৫-২০ শতাংশ ইনক্রিমেন্টসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেন। শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন এমন কারখানার সংখ্যা সোমবার থেকে বাড়তে শুরু করে। এ রকম পরিস্থিতিতে গত বুধবার প্রথমে নাসা গ্রুপ তাদের কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।