রাশিয়া-ইরান-কোরিয়া-চীন নিয়ে নিরাপত্তা সংস্থাকে বাইডেনের চাপ
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অভিষেকের আগেই রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া ও চীনের মধ্যকার ঝুঁকিপূর্ণ ও গভীর সম্পর্ক সামাল দিতে নতুন কৌশল নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থাগুলোকে চাপ দিচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন কর্মকর্তারা একথা জানিয়েছেন।
ইউক্রেইনে রাশিয়ার যুদ্ধে ইরানের সহায়তার বিনিময়ে তেহরানকে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং মহাকাশ প্রযুক্তি সহায়তা দিচ্ছে মস্কো। বাইডেন মঙ্গলবার জাতীয় নিরাপত্তাবিষয়ক এক স্মারকলিপিতে একথা উল্লেখ করেছেন।
ওদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়াকে জ্বালানি, অর্থ এবং প্রযুক্তি সহায়তা দিচ্ছে। পাশাপাশি দেশটিকে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। মার্কিন প্রশাসন বলছে, আর্কটিক অঞ্চলে চীনের সঙ্গে যৌথ টহল চালাচ্ছে রাশিয়া।
তবে রাশিয়া, চীন, ইরান ও উত্তর কোরিয়া অতীতে একই ধরনের মূল্যায়নের বিরোধিতা করেছে। ওয়াশিংটনের বিরুদ্ধে অস্থিতিশীল আচরণের অভিযোগ করেছে তারা।
বাইডেনের নতুন স্মরকলিপিতে যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন শাখাকে ইউরোপ ও এশিয়া জুড়ে বিস্তৃত এই চারটি দেশের সঙ্গে জড়িত বিষয়গুলোতে আরও ভালভাবে মনোনিবেশ করার জন্য আঞ্চলিক গোষ্ঠীগুলোকে পুনর্গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।