You have reached your daily news limit

Please log in to continue


শ্রমিক অসন্তোষ, আশুলিয়ায় ২০ কারখানায় ছুটি ঘোষণা

বার্ষিক বেতন-ভাতা ১৫ শতাংশ বাড়ানোর দাবিতে আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকদের কর্মবিরতির কারণে অন্তত ২০টি কারখানায় আবারও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পর্যায়ক্রমে আশুলিয়ার নরসিংহপুর এলাকাসহ আশপাশের এলাকার এসব কারখানায় ছুটি ঘোষণা করা হয় বলে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া জানান।

তিনি বলেন, “শ্রমিকরা ইনক্রিমেন্ট বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন ছাড়া কোনো বিশৃঙ্খলা করছেন না। সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ করছে পুলিশ। কোনো কারখানায় অপ্রীতিকর ঘটনার খবরও পাওয়া যায়নি।

“এরপরও যে কোনো সহিংসতা রোধে পুরো শিল্পাঞ্চলে যৌথ বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কঠোর নিরাপত্তা বলয় তৈরিসহ প্রস্তুত রাখা হয়েছে সাঁজোয়াযান ও জল কামান।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন