গাজীপুরে ট্রাক-কাভার্ড ভ্যান চাপায় ৪ অটোরিকশাযাত্রী নিহত
গাজীপুরে কাভার্ড ভ্যান ও ট্রাকের চাপায় পড়ে অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। বাসন থানার ওসি মো: রাহেদুল ইসলাম কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন— ছালেহা আক্তার টুকটুকি (২৬), ইমরান হাসান রাজন (৩৮), মো. মামুন (২৩) ও মো. দুলাল (৪২)।