লিবিয়ায় ২৪ যুবকের খোঁজ নেই, মুক্তিপণে নিঃস্ব পরিবার

জাগো নিউজ ২৪ শরীয়তপুর সদর প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৪, ২২:২৯

শরীয়তপুর সদর উপজেলার চর চটাং এলাকার ইকবাল হোসেন কাজী ও সাথী বেগম দম্পতির একমাত্র সন্তান শামীম কাজী (১৯)। ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে ৯ মাস আগে স্থানীয় দালালের মাধ্যমে দেশ ছাড়েন। লিবিয়ায় যাওয়ার পর আটক হন মাফিয়া চক্রের হাতে। গত ২২ মার্চ থেকে নিখোঁজ তিনি।


এরইমধ্যে দালাল চক্র হাতিয়ে নিয়েছে ১৩ লাখ টাকা। এরপরও খোঁজ মেলেনি তার। সন্তানের খোঁজ পেতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাবা-মা। নাতির শোকে অসুস্থ হয়ে পড়েছেন দাদি শাহেরজান। সারাক্ষণ বিলাপ করে খুঁজে ফেরেন নাতিকে।


কান্না করতে করতে তমালের দাদি শাহেরজান বলেন, ‘একটা মাত্র নাতি আমার। তিনপোলার ঘরে ও একাই। ওর ছবি দেখলে এহন আমার কইলজাডা ফাইড্ডা যায়। ১২ বছর ওরে কোলে রাখছি যাতে কষ্ট না পায়। যাওয়ার সময় কথা দিছিলো আবার আমার সাথে দেহা হইবো। কই আমার নাতি? ওরে তো আর দেহিনা আমি। সরকার যেন আমার নাতিরে ফিরাইয়া দেয়, এইডাই দাবি।’


ছেলেকে ফিরে পেতে আশায় বুক বেঁধে আছেন মা সাথী আক্তারও। তিনি বলেন, ‘১৩ লাখ টাকা দিছি দালালরে। এখন আমি টাকা চাই না, আমার ছেলের জান চাই। দালাল আমার ছেলের কোনো খোঁজ দেয় না। আমি আমার ছেলেরে বুকে ফেরত চাই।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও