আইফোন চোরদের থেকে নিজেকে রক্ষা করার উপায়
www.techtrendbd.com
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৪, ১৫:২৯
আইফোন চুরি এখন শুধুমাত্র ডিভাইস চুরি করার বিষয় নয়, বরং নতুন একটি পদ্ধতির মাধ্যমে ব্যবহারকারীর সম্পূর্ণ অ্যাকাউন্ট লক করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।
কীভাবে চোরেরা এটি করে?
সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, চোরেরা আইফোনের রিকভারি কী নামক একটি সুরক্ষা সেটিং কাজে লাগিয়ে ব্যবহারকারীদের অ্যাকাউন্টে প্রবেশ করে। এর ফলে মালিকরা তাদের ফটো, বার্তা, এবং আর্থিক ডেটা অ্যাক্সেস করতে ব্যর্থ হন।