You have reached your daily news limit

Please log in to continue


আইফোন ১৭ সিরিজের সঙ্গে আসতে পারে নতুন ক্যামেরা অ্যাপ

নতুন সব ফিচার ও আপডেটের মাধ্যমে প্রতিনিয়ত নিজেদের অপারেটিং সিস্টেম পরিমার্জন ও আরো উন্নত করছে অ্যাপল। পরবর্তী সংস্করণের আইওএস-১৯-এও থাকছে বড় পরিবর্তন। এবার সম্পূর্ণ নতুন জিজাইনের একটি ক্যামেরা অ্যাপ যুক্ত হতে পারে আইফোনে। খবর গিজচায়না।

ক্যামেরা অ্যাপটি আইফোন ১৭ সিরিজের সঙ্গে বাজারে আসবে বলে ধারণা করছে প্রযুক্তিসংশ্লিষ্টরা। ফোনটি আনুমানিক নয় মাসের মধ্যে উন্মোচন করা হতে পারে।

টেক বিশ্লেষক জন প্রসার সম্প্রতি এক ইউটিউব ভিডিওতে নতুন অ্যাপটি নিয়ে ধারণা দিয়েছেন। তিনি জানান, আইওএস-১৯ আপডেটে থাকবে একেবারে নতুন ডিজাইনের ক্যামেরা অ্যাপ। প্রিভিউটি দেখার পর অ্যাপ নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে ব্যবহারকারী ও বিশ্লেষকদের মধ্যে। অ্যাপটি অ্যাপলের এআর (অগমেন্টেড রিয়ালিটি) অপারেটিং সিস্টেম ভিশনওএস অনুসরণ করে তৈরি করা হয়েছে। এর ইন্টারফেস বেশ আধুনিক ও ব্যবহার করা সহজ বলে জানান জন। তার ভিডিওতে অ্যাপটির কার্যক্রম দেখা গেছে, তবে তিনি তথ্যের সত্যতা নিশ্চিত করতে কোনো জোড়ালো প্রমাণ দেননি। তাই বিষয়টি নিয়ে দর্শকের সামান্য সতর্ক থাকা উচিত বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন