পোস্টে মিউজিক যুক্ত করার সুবিধা আসছে থ্রেডসেও
বণিক বার্তা
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৫, ১০:২৩
ফেসবুক ও ইনস্টাগ্রামের পর পোস্টে মিউজ যুক্ত করার ফিচারটি এবার থ্রেডসেও আনার পরিকল্পনা করছে মেটা। মিউজিকের মাধ্যমে ব্যবহারকারীকে নিজের অনুভূতি প্রকাশের সুযোগ দেবে এটি। ট্রিপস্টার আলেসান্দ্রো পালুজ্জি সম্প্রতি জানিয়েছেন, নতুন একটি ফিচার হিসেবে মিউজিক যুক্ত করার কাজ করছে থ্রেডস। ফলে বিদ্যমান ফটো, ভিডিও, লিংক ও জিআইএফের পাশাপাশি আরো একটি অপশন যোগ হবে। ফিচারটি থ্রেডসের অভ্যন্তরীণ প্রোগ্রামিং কোডে পাওয়া গেছে। এটি এখনো উন্নয়ন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। খবর টেকটাইমস
- ট্যাগ:
- প্রযুক্তি
- সোশ্যাল মিডিয়া