You have reached your daily news limit

Please log in to continue


আসাদবিহীন সিরিয়ার ভবিষ্যৎ উজ্জ্বল

আজ আমরা আসাদ সরকারবিহীন এক নতুন সিরিয়ার উত্থান প্রত্যক্ষ করছি। এ ঘটনা হাফেজ আল আসাদ থেকে তার ছেলে বাশার পর্যন্ত পাঁচ দশকেরও বেশি সময়ের শাসনের অবসান ঘটানোর সাক্ষ্য বহন করছে। এটি শুধু সিরিয়ার জনগণের জন্য নয়, সমগ্র অঞ্চলের জন্যই একটি পরিবর্তনের প্রতিনিধিত্ব করে।

যে বাইরের হস্তক্ষেপের ঘটনাগুলো দীর্ঘকাল ধরে এ অঞ্চলকে সমস্যায় ফেলেছে, তা থেকে মুক্ত একটি নতুন মধ্যপ্রাচ্যের সূচনা দেখতে পাচ্ছি আমরা। গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করেছি, সিরিয়ার সরকারবিরোধী বাহিনীগুলো উত্তরে অগ্রসর হচ্ছে এবং ধ্বংস বা রক্তপাত ছাড়াই ধীরে ধীরে শহরগুলোতে প্রবেশ করছে, যা একটি নতুন পর্যায়ের রূপান্তরের ইঙ্গিত দেয়। এটি পূর্ববর্তী সরকারের কারণে সৃষ্ট সিরীয় জনগণের দুঃখ-দুর্দশার পুরোনো অভিযোগ নতুন করে উত্থাপনের বিষয় নয়, অথবা গৃহযুদ্ধকে উসকে দেওয়াও এর লক্ষ্য নয়। এই অনুভূতিটি শুধু সরকারবিরোধীরাই প্রকাশ করেনি, অনেক সাবেক কর্মকর্তাও বাশার আল আসাদের শাসনের পরিবর্তনের প্রয়োজনীয়তা স্বীকার করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন