সিরিয়ার আকাশে নতুন সূর্যোদয়
৮ ডিসেম্বর অবসান হয়েছে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের ২৪ বছরের নির্মম শাসন। অবশেষে সিরিয়ার মানুষ নিজেদের দেশের পুনর্গঠনের সুযোগ পেয়েছে।
কয়েকটি ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা রাজধানী দামেস্কে ঝাঁকে ঝাঁকে ঢুকে পড়লে বাধ্য হয়ে আসাদ রাশিয়ায় পালিয়ে যান। বিদ্রোহীদের এই অসামান্য উদ্যোগের মুখে দেশটিতে বাথ পার্টির পাঁচ দশকের শাসনামলের অবসান ঘটে। ১৩ বছরেরও বেশি সময় ধরে চলমান গৃহযুদ্ধে আসাদের বাহিনী নির্দয়ভাবে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দমন-পীড়ন চালিয়েছে। তবে মজার বিষয় হল, বিদ্রোহী গোষ্ঠীদের আকস্মিক আগ্রাসনের মুখে মাত্র ১১ দিনেই আসাদের সরকারের পতন ঘটে। কয়েক সপ্তাহ আগেও সিরিয়ার ভাগ্যের এমন নাটকীয় পরিবর্তনের বিষয়টি কেউ ভাবতে পারেনি। সরকার পতনের পর মধ্যপ্রাচ্যে চলমান চূড়ান্ত গোলযোগপূর্ণ ও অস্থিতিশীল পরিস্থিতির মাঝে এক ক্রান্তিলগ্নে এসে উপস্থিত হয়েছে সিরিয়া।