দেরিতে হাসপাতালে যাওয়া-অবহেলায় ডেঙ্গুতে মৃত্যু বেশি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৪

ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে বিশেষভাবে ডেঙ্গুর চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালটিতে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর (৮ তারিখ) মাসে আউটডোরে ডেঙ্গুর চিকিৎসা নিয়েছেন ২৪ হাজার ৫৭ জন। ভর্তি হয়ে চিকিৎসা নেন চার হাজার ৬৭২ জন। হাসপাতালটিতে চলতি বছর মারা গেছেন ৩১ জন রোগী। গত দুই মাসেই মারা গেছেন ২৯ জন।


হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা সাদিয়া সুলতানা জাগো নিউজকে বলেন, ‘হাসপাতালে যারা মারা গেছেন তাদের ৮০ শতাংশের হাসপাতালে আনার খুব দ্রুততম সময়ের মধ্যে মৃত্যু হয়েছে। অধিকাংশের মৃত্যু ২৪ ঘণ্টার মধ্যে। এক-দুদিনের মধ্যে মারা গেছেন অন্যরা।’


মুগদা মেডিকেল কলেজ হাসপাতালেও একই চিত্র বলে জানান সংশ্লিষ্টরা। মারা যাওয়া ব্যক্তিদের এক-তৃতীয়াংশই হাসপাতালে আসার এক থেকে দুদিনের মধ্যেই মারা গেছেন। হাসপাতালটিতে ১ জানুয়ারি থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে ৩ হাজার ৬৪০ জন। এর মধ্যে ছাড়া পেয়েছেন ৩ হাজার ৫৩৭ জন। মারা গেছেন ৪৭ জন রোগী।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও