মঙ্গলবার শুরু অর্থনৈতিক শুমারি, চাওয়া হবে বিদেশিদের তথ্য

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৪, ১৪:২৯

ই-কমার্স, বিদেশি কর্মীসহ বেশকিছু নতুন সূচক যুক্ত করে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পক্ষকালব্যাপী চতুর্থ অর্থনৈতিক শুমারি।


সোমবার আগারগাঁও পরিসংখ্যান ভবনে সংবাদ সম্মেলন করে শুমারির বিস্তারিত তুলে ধরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃপক্ষ।


সংবাদ সম্মেলনে জানানো হয়, ১০-২৬ ডিসেম্বর দেশব্যাপী এই শুমারি করা হবে। এবার সম্পূর্ণ ডিজিটাল এবং অনলাইন পদ্ধতিতে কাজটি করা হবে।


জরিপ কাজের জন্য ইতোমধ্যে ১ লাখ ৪০ হাজার ট্যাব প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ১ লাখ ২০ হাজার ট্যাব নিয়মিত ব্যবহার করা হবে।


সারা দেশকে ১৩টি শুমারি বিভাগে ভাগ করে এর মধ্যে ১৩০টি শুমারি জেলা, ৫২০টি শুমারি উপজেলা, দুই হাজার ৬০০ জোন, ১৯ হাজার সুপারভাইজার এলাকা এবং ৯৫ হাজার গণনাকারী এলাকা নির্ধারণ করা হয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও