বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের ‘শঙ্কা নেই’
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা নেই বলে জানিয়েছেন আবাহওয়াবিদ বজলুর রশিদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সৃষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই। এটা হয়ত নিম্নচাপে রূপ নিতে পারে।”
আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, লঘুচাপটির বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের বিহার এবং এর আশপাশে অবস্থান করছে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, “সৃষ্ট লঘুচাপটি ভারতের তামিল নাডুর দিকে চলে যেতে পারে। এতে করে দেশে কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই। বৃষ্টিপাতেরও সম্ভাবনা নেই।”
এর আগে গেল নভেম্বরের শেষভাগে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড় ‘ফেইনজাল’-এ রূপ নেয়। সেটির প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলসহ সারাদেশেই সামান্য বৃষ্টিপাত হয়েছিল।