
রাজশাহী-ঢাকা রুটে দূরপাল্লার বাস বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫২
বেতন-ভাতা বৃদ্ধির দাবি নিয়ে মালিক-শ্রমিক দ্বন্দ্বের জেরে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে সরাসরি ঢাকায় চলাচলকারী পাঁচটি বৃহৎ পরিবহন কোম্পানির বাস চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এই রুটে চলাচলকারী হানিফ পরিবহন, কেটিসি, দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস ও গ্রামীণ ট্রাভেলসের সকল বাস চলাচল বন্ধ হয়ে যায়।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নাটোর বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, যারা ঢাকাগামী বাসের টিকিট কিনেছিলেন, কাউন্টারের কর্মচারীরা তাদের টিকিটের টাকা ফেরত দিচ্ছেন। ফলে যাত্রীদের বিকল্প পথে ঢাকা যেতে হচ্ছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। তবে একতা পরিবহন ও কিছু লোকাল বাস চলায় সেখানে উপচেপড়া ভিড় দেখা গেছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- যানচলাচল ব্যহত
- যানচলাচল বন্ধ