You have reached your daily news limit

Please log in to continue


হ্যারি পটার সিরিজের শুটিং শুরু ২০২৫ সালে

জে কে রাউলিং যখন লিখতে শুরু করেন, কল্পনাও করেননি ‘হ্যারি পটার’-এর জাদুর দুনিয়া কতটা বুঁদ করতে পারবে পরবর্তী প্রজন্মকে। কিন্তু প্রকাশিত বইয়ের আকাশচুম্বী জনপ্রিয়তা তাকে নতুন করে লিখতে বাধ্য করেছে। কেবল বইয়েই সীমাবদ্ধ থাকেনি, ওয়ার্নার ব্রুসের ব্যানারে নির্মিত হয়েছে আটটি সিনেমা। হ্যারি পটারের জনপ্রিয়তা যে কিছু মাত্র কমেনি, তার সর্বশেষ প্রমাণ প্রযোজনা প্রতিষ্ঠান এইচবিওর সাম্প্রতিক এক ঘোষণা। ২০২৫ সালেই হ্যারি পটার সিরিজের কাজ শুরু করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। সিরিজটি চিত্রায়ণ হবে হার্ডফোর্ডশায়ারে অবস্থিত ওয়ার্নার ব্রাদার্সের স্টুডিওতে। এর আগে মুক্তি পাওয়া আটটি সিনেমার শুটিংও সেখানে হয়েছে।

ওয়ার্নার ব্রাদার্সের স্ট্রিমিং সার্ভিস ম্যাক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, হ্যারি পটার সিরিজটি হবে জে কে রাউলিংয়ের বইগুলোর একটি বিশ্বস্ত রূপান্তর। সিরিজে নতুন অভিনেতা নেয়া হবে। প্রধান চরিত্রগুলির জন্য ৩২ হাজার শিশুর অডিশন নেয়া হয়েছে এরই মধ্যে।

ওয়ার্নার ব্রাদার্স হলো আগের ছবির প্রযোজনা সংস্থা, যেখানে অভিনয় করেছিলেন ড্যানিয়েল র‍্যাডক্লিফ, এমা ওয়াটসন ও রুপার্ট গ্রিন্ট। ১২ বছর বয়সে গ্রিন্ট নিউজরাউন্ডে একটি খোলা কাস্টিং সম্পর্কে রিপোর্ট দেখে এ চরিত্রের জন্য আবেদন করেছিলেন তারা। অবশ্য এবার টিভি কাস্টিংয়ের শর্ত ছিল, আবেদনকারীদের ২০২৫ সালের এপ্রিলের মধ্যে যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডের বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে ৯-১১ বছরের মধ্যে। এইচবিও জানিয়েছে, হাজার হাজার শিশু আবেদন করার পর প্রতিদিন প্রায় এক হাজার ভিডিও টেপ পর্যালোচনা করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন