দুই বছর পার করল চ্যাটজিপিটি, সামনের লক্ষ্য কী

প্রথম আলো প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৪, ১২:১৩

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি দুই বছর পার করেছে। ২০২২ সালের ৩০ নভেম্বর ওপেনএআই চ্যাটজিপিটির প্রথম মডেল চালু করে। প্রাথমিক পরীক্ষা হিসেবে ওপেনএআই চ্যাটজিপিটির মডেল বের করার পর তা দ্রুত একটি চ্যাটবটে পরিণত হয়। জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তার (জেনএআই) বিকাশকে জনপ্রিয় করে চ্যাটজিপিটি।


দুই বছরে নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই জিপিটি-৪ ও আরও কয়েকটি নতুন সংস্করণ চালু করেছে। এই চ্যাটবট এখন পাঠ্য, কথা বলা ও দেখার সক্ষমতা নিয়ে দ্রুত কৃত্রিম বুদ্ধিমত্তার কাজ করতে পারে। চ্যাটজিপিটির ও-১ মডেলের একটি নতুন সিরিজ, যা বিজ্ঞান, প্রোগ্রামিং সংকেত লেখা ও গণিতের জটিল সমাধান করার সময় যুক্তি দিতে পারে। কয়েক সপ্তাহ আগে ওপেনএআই সার্চজিপিটি প্রকাশ করেছে। ব্রাউজার এক্সটেনশন হিসেবে এই সার্চজিপিটি প্রচলিত সার্চ ইঞ্জিনকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে প্রাসঙ্গিক ওয়েব উত্স দেখাতে পারে। ব্যবহারকারীর বিভিন্ন তথ্য অনুসন্ধান ও প্রশ্নের দ্রুত ও সময়োপযোগী উত্তর দিতে পারে।


ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা ইলিয়া সুটস্কেভারের পদত্যাগ, আরেক সহপ্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের রেষারেষিসহ গুগল ও মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর প্রতিযোগিতার মুখে আছে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি। চ্যাটজিপিটির ভবিষ্যৎ নিয়ে যে কারণে অনেকেই চিন্তিত। গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটের ‘আস্ক মি এনিথিং’ অধিবেশনে স্যাম অল্টম্যান ও তাঁর সহকর্মীরা তৃতীয় বছরের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ করেছেন। ওপেনএআইয়ের প্রধান পণ্য কর্মকর্তা কেভিন ওয়েইল জানিয়েছেন, ২০২৫ সালে চ্যাটজিপিটি কতটা স্বাধীনভাবে কাজ সম্পাদন করতে পারবে। স্যাম অল্টম্যান চ্যাটজিপিটিকে স্বায়ত্তশাসিত এজেন্টের মতো ব্যবহার করতে চান। ওপেনএআই সেই লক্ষ্যে কাজ করছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও