You have reached your daily news limit

Please log in to continue


মাদারীপুরে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যু, পালিয়েছে চিকিৎসক

মাদারীপুরে একটি হাসপাতালে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

শহরের ইটেরপুল এলাকার ‘স্বাধীন জেনারেল হাসপাতালে’ শনিবার রাতে রেনু বেগম নামে ওই রোগীর মৃত্যু হয় বলে তার মেয়ে ঝুমুর আক্তার জানিয়েছেন।

রেনু মাদারীপুরের পানিছত্র এলাকার মালেক মোল্লার স্ত্রী।

ঝুমুর বলেন, তার মাকে হার্নিয়া রোগের চিকিৎসার জন্য স্বাধীন জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দুপুরে চিকিৎসক আলামিন মোহাম্মদ নওশান তার অস্ত্রোপচার করেন। চার ঘণ্টা অস্ত্রোপচার শেষে তাকে বিছানায় দেওয়া হলে তার প্রচণ্ড ব্যথা শুরু হয়। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে রোগীর কোনো সমস্যা হবে না বলে তারা জানায়।

তিনি বলেন, “শনিবার রাত ৮টার দি‌কে ‘অসহ্য যন্ত্রণা’ নিয়ে মায়ের মৃত্যু হয়। এরপর রোগী জীবিত আছেন জানিয়ে তড়িঘড়ি করে তাকে ঢাকায় নিয়ে যেতে বলে হাসপাতাল কর্তৃপক্ষ।”

ঝুমুরের অভিযোগ, “আমার মাকে ভুল চিকিৎসা দিয়ে মেরে ফেলেছে। অপারেশনের পর কয়েকবার বলেছি আমার মায়ের ব্যথা হচ্ছে কিন্তু তারা কোনো কর্ণপাতই করেনি। আমার মা মারা যাবার পর হাসপাতাল থেকে ডাক্তার পালিয়ে গেছে। এই ঘটনার বিচার চাই।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন