সিইপিজেডে কার্টন ফ্যাক্টরিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
কালের কণ্ঠ
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৪, ২০:২৬
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি কার্টন ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লেগেছে। ইপিজেড, বন্দর, আগ্রাবাদ স্টেশন থেকে আটটি ইউনিট নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেছেন।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফ্যাক্টরিতে আগুন লাগে। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
আর তাৎক্ষিণভাবে ক্ষয়ক্ষতি ও আহত-নিহতের খবর জানা যায়নি।
নগরীর ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতারুজ্জামান বলেন, পাঁচতলা একটি ভবনের চতুর্থ তলায় কার্টন ফ্যাক্টরিতে আগুন লেগেছে। কারখানা খোলা ছিল। তবে আগুন লাগার পর কারখানার কর্মীরা সবাই নিরাপদে বের হয়ে যেতে পেরেছেন।