আলোর দিকে হেঁটে যাচ্ছি, হাসপাতাল থেকে লিখেছেন হিনা
প্রথম আলো
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৫
স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন বিগ বস তারকা হিনা খান। বিষয়টি জানার পর থেকেই ভক্তদের সঙ্গে নিজের অনুভূতি-চিকিৎসার কঠিন যাত্রার মুহূর্তগুলো ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী। কেমোর কারণে মাথার চুল ফেলে দিতে হয়েছে অভিনেত্রীকে। ক্যামেরার সামনে বসেই নিজের চুল ছেঁটে ফেলেন তিনি। সেই দৃশ্য দেখে হতবাক হয়ে গিয়েছিলেন ভক্ত-অনুরাগীরা। ঝরে পড়েছে চোখের পাতার রোমও। চিকিৎসা চলাকালে নিজেকে কাজেও ব্যস্ত রাখছেন অভিনেত্রী।
আজকাল তাঁর চলাফেরায় সমস্যা হলেও সম্প্রতি ‘বিগ বস ১৮’-এর মঞ্চে দেখা গেছে হিনাকে। শত কষ্টের মাঝেও দর্শকের সামনে পুরোনো হিনা হয়েই ধরা দেন তিনি। এবার নতুন একটি ছবিতে লিখেছেন আশার কথা। ছবিতে দেখা গেছে, হাসপাতালের পোশাক পরে বারান্দা দিয়ে হাঁটছেন অভিনেত্রী। এক হাতে ক্যাথেটার, অন্য হাতে লাল তরলের একটি ব্যাগ দেখা গেছে। সেখানে নল লাগানো আছে।