You have reached your daily news limit

Please log in to continue


সম্পর্কের ভিত মজবুত করবেন যে কৌশলে

দুজন মানুষের স্বভাব, পছন্দের বিষয়, প্যাশন সব যে এক হবে—এমন হয় না। তবু একে অন্যের সঙ্গে থাকার ‘অজুহাত’ খুঁজে নেন তারা। কিন্তু সম্পর্কে থাকতে গেলে শুধু ভালোবাসাই যথেষ্ট নয়। সব সময় দায়িত্ব-জ্ঞানহীন হয়ে থাকা, অপরিণত মানুষের মতো ব্যবহার করলে চলে না।

শিশুসুলভ আচরণ সব সময় কাজে আসে না। অনেক ক্ষেত্রেই সম্পর্কে পরিণত মানুষের মতো আচরণ করতে হয়।

পার্টনারের সঙ্গে এমন ব্যবহার করা খুব কঠিন কিছু নয়। বরং কয়েকটি বিষয় মাথায় রাখলেই আপনার আচরণ হবে পরিণত মানুষের মতো এবং সম্পর্কও হবে অনেক বেশি ম্যাচিওর।

কী কৌশলে সম্পর্কের ভিত মজবুত করবেন, চলুন জেনে নেওয়া যাক।

কথা শোনা ও কথা বলা

সম্পর্ককে ভালো রাখতে গেলে কমিউনিকেশন জরুরি। পার্টনারের সঙ্গে কথা বলা এবং পার্টনারের কথা শোনা দুটোই জরুরি। এতে সম্পর্কের ভিত মজবুত হবে এবং সম্পর্কে জটিলতা তৈরি হবে না।

 দায়িত্ব নিন

সম্পর্কে থাকতে গেলে দায়িত্ব নিতে হবে। সে দায়িত্ব সংসারের কাজ নিয়ে হোক বা কোনো ট্রিপ প্ল্যান করা। এমনকি কোনো কারণে ঝগড়া হলে সেখানেও দায়িত্ব নিন সমস্যা মেটানোর। যে কোনো সমস্যার সমাধান খোঁজার ক্ষেত্রে পরিণত মানুষের মতো আচরণ করুন। 

ক্ষমা করতে শিখুন

মানুষ মাত্রই ভুল করে। সকিন্তু সব ভুল ধরে বসে থাকলে চলবে না। আর যখনই ঝামেলা হবে, পুরনো ভুল টেনে আনবেন না। বরং পার্টনারকে ক্ষমা করতে শিখুন। ছোটখাটো ভুল হলে তা ক্ষমা করে দিয়ে সামনের দিকে এগিয়ে চলুন।

সম্পর্কে স্পেস দিন

একে অন্যের সঙ্গে থাকার অর্থ এই নয় যে সারাক্ষণ সঙ্গীর সঙ্গেই থাকবেন। সঙ্গী কী করছে, কী খাচ্ছে, কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে—এত খোঁজ নেওয়ার দরকার নেই। আপনি ও আপনার পার্টনার দুজন স্বতন্ত্র মানুষ। আপনাদের জীবনযাপনও আলাদা হতে পারে। তাই একে অন্যকে সেই জায়গাটা দিতে হবে, যাতে সম্পর্ক আরো মজবুত হয়। সারাক্ষণ একে অন্যের খোঁজ নিলে, সঙ্গে থাকলে সম্পর্কে একে অন্যের প্রতি আকর্ষণ হারিয়ে যেতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন