মধ্যরাতে যে কারণে স্ক্রিনশট সামনে আনলে ফারিয়া শাহরিন
কালের কণ্ঠ
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৪, ১৯:২৩
‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মধ্য দিয় শোবিজে পা রাখেন অভিনেত্রী ফারিয়া শাহরিন। এরইমধ্যে কাজ করেছেন বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনে। তবে কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’র সুবাদে অন্তরা’চরিত্র দিয়ে দর্শকমহলে প্রশংসিত হন তিনি। বিয়ে করেছেন বেশ কয়েক বছর হলো।
কন্যাসন্তানের মাও হয়েছেন ইতোমধ্যে। ফলে অভিনয়ে এখন নেই তিনি। কদিন আগে ঘোষনা দিয়েছেন আপাতত নাটক করবেন না, তবে ভালো বিজ্ঞাপন হলে করবেন।
ওই পোস্টে ফারিয়া জানান, ‘যারা মাঝখানে আমাকে ফোন করেছিলেন, মেসেজ করেছিলেন কাজের জন্য, সরি আমি কারো ফোন ধরতে পারিনি, মেসেজের রিপ্লাইও করতে পারিনি।
কারণ, ওই ফোনটাই আমি অনেক দিন ইউজ করিনি। তাই সবার রিপ্লাই একসাথে দিচ্ছি, আপাতত নাটক এ কাজ করছি না। কবে করবো এটাও জানিনা। কিন্তু ভালো টিভিসি হলে করবো, ধন্যবাদ।
- ট্যাগ:
- বিনোদন
- স্ক্রিনশট
- ফারিয়া শাহরিন