১০ জনের মোহামেডানের কাছে হারল কিংস

কালের কণ্ঠ প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৪, ১৯:২০

বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় ম্যাচ জয়ের দারুণ সুযোগ পেয়েছিল বসুন্ধরা কিংস। কিন্তু কাজে লাগাতে পারেনি। উল্টো ১০ জনের মোহামেডানের কাছেই ১-০ গোলে হারতে হলো কিংসকে। এতে করে যেন বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপের ‘প্রতিশোধই’ নিল সাদা-কালোরা।


কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের ২৪ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় মোহামেডান। রাকিব হোসেনের নিশ্চিত গোল বাঁচাতে ডি বক্সের বাইরে এসে ফাউল করেন মোহামেডানের গোলরক্ষক মোহাম্মদ সুজন। শাস্তি হিসেবে লাল কার্ডে মাঠে ছাড়তে হয় সুজনকে।


সুজনের মাঠ ছাড়ার সুবিধাটা নিতে দেননি বদলি নামা গোলরক্ষক সাকিব আল হাসান।

পুরো ম্যাচে দারুণ কিছু সেভ করে বসুন্ধরার ফরোয়ার্ডদের হতাশা বাড়িয়েছেন তিনি। মোহাম্মদ সোহেল রানা-মিগেল দামাশিনোর বেশ কিছু শট প্রতিহত করেন। প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি।


বিরতির পর প্রতিপক্ষের ওপর চড়াও হওয়ার বিপরীতে গোল হজম করে বসে বসুন্ধরা।



্র

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও