দেশের শান্তিপ্রিয় মানুষকে বিপথগামী করার জন্য উসকানি দেওয়া হচ্ছে : ডা. জাহিদ

কালের কণ্ঠ প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৪, ১৮:২৪

দেশের শান্তিপ্রিয় অসাম্প্রদায়িক মানুষগুলোকে বিপথগামী করার জন্য দেশের ভেতর ও বাইরে থেকে বিভিন্ন ধরনের উসকানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, তবে বাংলাদেশের অসাম্প্রদায়িক মানুষ কোনো উসকানিতে পা দেয়নি।


আজ শুক্রবার সকাল ১১টায় বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হাকিমপুর উপজেলা বিএনপি আয়োজিত শিক্ষক, মুক্তিযোদ্ধা, মসজিদের ইমাম ও ব্যবসায়ীসহ সব পেশাজীবীদের সুধী সমাবেশ ও মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।


ডা. জাহিদ বলেন, পালিয়ে যাওয়া স্বৈরাচারের প্রেতাত্মারা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়।

ভারতকে উদ্দেশ্য করে তিন বলেন, তাদের প্রভুদের কষ্ট হচ্ছে। তারা মনে করেছিল মনে হয় এই দেশটি তাদের একটি অঙ্গরাজ্য। কিন্তু বাঙালিরা তাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি আনুগত্যশীল। সেটি বাঙালি জাতি প্রমাণ করেছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও