You have reached your daily news limit

Please log in to continue


হত্যাকাণ্ডে বঁটি হাতে থাকা রিপন দাস গ্রেপ্তার: পুলিশ

চট্টগ্রামে সাইফুল ইসলাম নামের এক আইনজীবীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম রিপন দাস (২৭)।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার আনোয়ারা উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। রিপন পাথরঘাটা হরিদাস লেনের সাধুর বাড়ির মৃদুল দাসের ছেলে। নগরের চকবাজার এলাকায় মেডিসিন শপ নামের একটি ওষুধের দোকানে চাকরি করেন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী তারেক আজিজ আজ রাতে প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে জেলার আনোয়ারা থেকে রিপনকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডের সময় তাঁর হাতে বঁটি ছিল। পরনে ছিল নীল রঙের গেঞ্জি, জিনস প্যান্ট ও মাথায় লাল হেলমেট। ভিডিও ফুটেজ দেখে পুলিশ রিপনকে শনাক্ত করে।

এর আগে গতকাল বুধবার রাতে হত্যায় অংশ নেওয়া চন্দন দাসকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তার করে পুলিশ।  পুলিশ বলছে, কিরিচ দিয়ে আইনজীবীকে কোপান চন্দন। ভিডিওতে দেখা যায়, হাতে কিরিচ, পরনে কমলা রঙের গেঞ্জি, কালো প্যান্ট ও মাথায় ছাই রঙের হেলমেট ছিল চন্দনের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন