You have reached your daily news limit

Please log in to continue


অ্যাপলের বিরুদ্ধে ব্যক্তিগত তথ্য নজরদারির অভিযোগে মামলা করলেন অ্যাপলেরই এক কর্মী

অ্যাপলের বিরুদ্ধে নিজ কর্মীদের ব্যক্তিগত তথ্যে নজরদারির অভিযোগে মামলা করেছেন অ্যাপলেরই এক কর্মী। গত রোববার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট কোর্টে অমর ভক্ত নামের এক কর্মী এ মামলা করেন। তিনি ২০২০ সাল থেকে অ্যাপলের ডিজিটাল বিজ্ঞাপন বিভাগে কাজ করছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, অ্যাপল কর্মীদের ব্যক্তিগত যন্ত্রে একটি সফটওয়্যার নামাতে বাধ্য করে, যা ব্যবহারকারীদের অজান্তে তাঁদের আদান-প্রদান করা ই-মেইল, ছবিসহ যন্ত্রে থাকা স্বাস্থ্য ও ব্যক্তিগত তথ্য জানার সুযোগ করে দেয়। অ্যাপলের এই নজরদারি নীতিমালা কর্মীদের মতপ্রকাশের স্বাধীনতা, প্রতিযোগিতা করার অধিকার ও কর্মক্ষেত্রে কাজ পরিবর্তনের সুযোগ দমন করে। যা শুধু অবৈধ নয়, কর্মীদের মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল।

অ্যাপলের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেছেন, ‘আমাদের ব্যবসায়িক আচরণবিধি অনুযায়ী, প্রত্যেক কর্মীরই তাঁদের বেতন, কাজের সময় ও কর্মপরিবেশ নিয়ে কথা বলার পূর্ণ অধিকার রয়েছে। এ বিষয়ে আমরা কর্মীদের প্রতিবছর প্রশিক্ষণ দিয়ে থাকি।’

অভিযোগকারীর আইনজীবী জাহান সাগাফি বলেছেন, ‘ক্যালিফোর্নিয়ার শ্রমিকদের তাঁদের বেতন ও কর্মপরিবেশ নিয়ে কথা বলার আইনগত অধিকার রয়েছে। কর্মীদের কণ্ঠস্বরই বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। অ্যাপলের নীতিমালা এই অধিকারকে বাধাগ্রস্ত করে, যা বৈষম্যের ঝুঁকি দীর্ঘস্থায়ী করতে পারে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন