ব্যবসা প্রসারের মাধ্যম হতে পারে টিকটক

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৪, ১৯:২২

ব্যবসা প্রসারের মাধ্যম হতে পারে টিকটক। এই লক্ষ্যে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সক্ষমতা বৃদ্ধি ও মার্কেটিং দক্ষতা উন্নত করতে সম্প্রতি টিকটক একটি বিশেষ ওয়ার্কশপের আয়োজন করেছে। গত ৩ ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এই ইভেন্টে অংশ নেন ব্যবসায়ী, বিপণন বিশেষজ্ঞ এবং উদ্যোক্তারা।


ওয়ার্কশপটির মূল লক্ষ্য ছিল ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য টিকটক প্ল্যাটফর্মের ব্যবহারিক সুবিধা তুলে ধরা। এতে অংশগ্রহণকারীরা শিখেছেন কীভাবে টিকটকের ফিচার ও টুলস ব্যবহার করে ব্র্যান্ড প্রচার, কনটেন্ট মার্কেটিং এবং তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপন করা যায়।


ইভেন্টে টিকটকের বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত সেশনে প্ল্যাটফর্ম ব্যবহারবিধি, কনটেন্ট তৈরির কৌশল, এবং সৃজনশীল মার্কেটিংয়ের গুরুত্ব তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা হাতে-কলমে শেখেন কীভাবে বাস্তব সময়ে কনটেন্ট তৈরি করা যায় এবং সম্ভাব্য গ্রাহকদের কাছে পৌঁছানো যায়। বিশেষজ্ঞরা টিকটকে সত্যতা এবং সৃজনশীলতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন, যা ব্র্যান্ডগুলোকে অনন্যভাবে উপস্থাপনে সাহায্য করবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও