সম্ভাবনা জাগিয়েও হেরে গেল বাংলাদেশ
কালের কণ্ঠ
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৮
ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজও জয় দিয়ে শুরু করতে হলে বিশ্বরেকর্ড গড়তে হতো বাংলাদেশের মেয়েদের। সেটা অবশ্য পারেননি নিগার সুলতানা জ্যোতিরা। রেকর্ড ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ করে ৭ উইকেটে ১৫৭ রান। এতে ১২ রানের জয়ে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে যান আয়ারল্যান্ডের মেয়েরা।
শেষ দিকে বাংলাদেশকে জিততে ১২ বলে ১৮ রান করতে হতো। হাতে উইকেট ছিল ৬টি। কিন্তু আয়ারল্যান্ডের পেসার ওরলা প্রেনডার্জেস্টের প্রথম বলেই স্বর্ণা আক্তার বোল্ড হলে চাপে পড়ে যায় বাংলাদেশ। নতুন ব্যাটার ঋতু মনি সমীকরণ কমিয়ে নেওয়ার বিপরীতে এমন পরিস্থিতিতে ৩ বলে শূন্য রানে আউট হন।
প্রেনডার্জেস্ট পরের দুই বলও ডট দেন। এতে মেডেন ওভার দিয়ে জোড়া উইকেট নিয়ে বাংলাদেশের হারও নিশ্চিত করেন তিনি। শেষ ওভারে শুধু ৫ রান নিয়ে পরাজয়ের ব্যবধান ১২ রানে নামিয়ে আনে বাংলাদেশ।