You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশের সঙ্গে উগ্র আচরণ করে শাস্তি পেলেন দুই ক্যারিবিয়ান

বাংলাদেশের সঙ্গে আকমণাত্মক আচরণ করে শাস্তি পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটার জেইডেন সিলস ও কেভিন সিনক্লেয়ার। তাদেরকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

জ্যামাইকায় কিংসটন টেস্টের দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়। এই ইনিংসের প্রথম ওভারে মাহমুদুল হাসান জয়কে আউট করে বাংলাদেশের ড্রেসিংরুমের দিকে তাকিয়ে আক্রমণাত্মক অঙ্গভঙ্গি করেন ক্যারিবিয়ান পেসার সিলস।

অন-ফিল্ড আম্পায়ারের নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের ব্যাটারদের প্রতি আক্রমণাত্মক ভাষায় কথা বলেন বদলি ফিল্ডার সিনক্লেয়ার। সাদমান ইসলাম ও মেহেদী হাসান মিরাজের জুটির সময় এবং লিটন দাস উইকেটে আসার পর উগ্র ভাষার ব্যবহার করতে দেখা যায় তাকে।

এসব ঘটনায় সিলস ও সিনক্লেয়ারের বিরুদ্ধে আচরণবিধি ভাঙার অভিযোগ এনেছে আইসিসি। ‘আক্রমণাত্মক ও ক্রিকেটীয় চেতনার সঙ্গে সাংঘর্ষিক আচরণের’ দায়ে জরিমানার সঙ্গে তাদেরকে একটি ডিমেরিট পয়েন্টও দিয়েছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। গেল ২৪ মাসে এই প্রথম আচরণবিধি ভাঙার দায়ে শাস্তি পেলেন তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন