গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় ঐক্যের তাগিদ
গণতান্ত্রিক প্রক্রিয়ায় যৌক্তিক সংস্কার দৃশ্যমান করে আগামী নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার বিষয়টি জোরালোভাবে তুলে ধরছে প্রায় সব রাজনৈতিক দল। এতে প্রতীয়মান হয়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলের গণতন্ত্রহীনতার অপসংস্কৃতিকে ঘৃণাভরে সবাই প্রত্যাখ্যান করেছেন।
বিগত সরকারের আমলে অর্থ পাচার, নানামুখী দুর্নীতি, অপরাজনীতি, দমনপীড়ন ইত্যাদির পেছনে গণতন্ত্রহীনতাই মুখ্য কারণ হিসাবে চিহ্নিত। প্রায় সব রাজনৈতিক দলের পক্ষ থেকেই গণতান্ত্রিক সংস্কৃতির পরিক্রমায় ভোটের অধিকার প্রতিষ্ঠা করা ছিল প্রধান দাবি। অবাধ-মুক্ত-স্বাধীন ব্যক্তিসত্তায় ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পছন্দের ব্যক্তিকে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করার উদ্দেশ্যই হচ্ছে চলমান রাজনীতির প্রধান অঙ্গীকার।
- ট্যাগ:
- মতামত
- গণতান্ত্রিক
- গণতান্ত্রিক পরিবেশ