ক্লাসেনকে অধিনায়ক করে টি-টোয়েন্টি দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন হেনরিখ ক্লাসেন। ৩ বছর পর আবারও টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করতে যাচ্ছেন এই উইকেটকিপার ব্যাটার। সর্বশেষ এই পাকিস্তানের বিপক্ষেই ২০২১ সালে দলকে নেতৃত্ব দিয়েছিলেন ক্লাসেন।
এই টি-টোয়েন্টি সিরিজে নিয়মিত অধিনায়ক এইডেন মার্করামকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। কারণ টেস্ট সিরিজ শেষ হওয়ার একদিন পরেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। মূলত ব্যস্ত সূচির কারণেই নিয়মিত অধিনায়ককে বিশ্রাম দিয়ে স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
পাকিস্তানের বিপক্ষে সিরিজে রাখা হয়নি টেস্ট দলে থাকা মার্কো জানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা ও ট্রিস্টান স্টাবসের মতো ক্রিকেটারদের। দলে ফিরেছেন পেসার আনরিখ নরকিয়া, চায়নাম্যান তাবরাইজ শামসি ও অলরাউন্ডার জর্জ লিন্ডে।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেট
- টি-টোয়েন্টি ক্রিকেট