সাম্প্রদায়িক সম্প্রীতি ও অন্তর্বর্তী সরকার
বাংলাদেশ জাতিগত ও ধর্মীয়ভাবে সম্প্রীতি ও সৌহার্দ্যের দেশ। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে নানা সময়ে আমরা জাতিগত দাঙ্গা, ধর্মীয় সম্প্রদায়গত দাঙ্গা দেখেছি। কিন্তু আমাদের দেশে এমন ঘটনা কখনই ঘটেনি। ছোট দুএকটি ব্যক্তি দ্বন্দ্বকে তিল থেকে তাল বানানোর চেস্টা হয়েছে। কিন্তু তা কখনই সফল হয়নি। এর কারণ, জাতি হিসেবে আমরা কখনই এসবের সাথে পরিচিত নই।
আমাদের এই সম্প্রীতির বন্ধন অনেক দেশি - বিদেশীর কাছে বিষণ ইর্ষণীয়। তারা বিভিন্নভাবে নানা রকমের গুজব ছড়িয়ে এই সম্প্রীতি বিনষ্ট করতে চাইছে। চাইছে আমাদের সরকারকে আন্তর্জাতিক পর্যায়ে বিতর্কিত করতে। কিন্তু সরকারের পাশাপাশি সাধারণ নাগরিকরাও এ বিষয়ে দারুণ সচেতন।