You have reached your daily news limit

Please log in to continue


সজল ও জয়ার সঙ্গে নতুন নাটকে দিলার জামান

একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেত্রী দিলারা জামান। বেশ কয়েক মাস আগে ‘প্রেম দিওয়ানা দাদী’ নামে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ভূমিকায় আছেন দিলারা জামান। এটি রচনা করেছেন ফারুক আহম্মেদ রানা, পরিচালনা করেছেন কামরুজ্জামান পুতুল। এ নাটকে আরো আছেন জনপ্রিয় নাট্যাভিনেতা আব্দুন নূর সজল ও এ প্রজন্মের নতুন প্রিয় মুখ জারা জয়া।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘অনেকদিন আগে এ নাটকে অভিনয় করেছি। গল্পটা পুরোপুরি মনে নেই। তবে এটুকু মনে আছে, কমেডি ঘরানার একটি নাটক এটি। গল্পটা ভালো। নির্মাতাও যত্ন নিয়ে কাজটি করেছিলেন। আমার সঙ্গে তো সজল এর আগেও অনেক নাটকে অভিনয় করেছে। সজল নিঃসন্দেহে ভালো অভিনেতা। চেষ্টা করে, পূর্ণ মনোযোগ দিয়ে কাজটা করতে। নতুন যে মেয়েটি জারা জয়া, সেও চেষ্টা করেছে তার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। সত্যি বলতে কী নতুনদের উৎসাহ দিতে হয়, তাতে তাদের ভেতর আত্মবিশ্বাস তৈরি হয় আরো ভালো করার। সজল ও জারা জয়ার জন্য শুভকামনা রইল।’ জারা জয়া বলেন, ‘শ্রদ্ধেয় দিলারা জামান ম্যাডামের সঙ্গে কাজ করাটা আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয়। এত গুণী এত মহান একজন শিল্পীর সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই ভীষণ উচ্ছ্বসিত, গর্বিত। ধন্যবাদ পরিচালককে আমাকে এমন একটি কাজে সুযোগ দেয়ায়। ধন্যবাদ সজল ভাইয়াকে আমাকে সহযোগিতা করায়। এ নাটক নিয়ে আমি ভীষণ আশাবাদী।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন