জয়ের পর বাবাকে স্মরণ জাকেরের, সঙ্গে ঐতিহাসিক ছবি
যুগান্তর
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৮
দেড় দশক পর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টেস্ট জয় করেছে বাংলাদেশ। মূলত দলের পেসারদের দাপট এবং তাইজুল ইসলামের ঘূর্ণিতেই এই জয়ের দেখা পেয়েছে মেহেদী হাসান মিরাজের দল। তবে ব্যাট হাতে এই টেস্টে নিজেদের ক্যারিয়ারসেরা ইনিংস খেলে দলের জয়ে অবদান রেখেছেন জাকের আলীও।
বিশেষ করে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে তার একাকী লড়াইয়ে জয়ের পুঁজি পেয়েছে বাংলাদেশ। ৯১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলের লিড বাড়িয়ে নিয়েছেন তিনি। লেজের সারির ব্যাটারদের অপর প্রান্তে রেখে তার খেলা সেই ইনিংস অনেক দিন মনে থাকবে ক্রিকেটপ্রেমীদের।
শেষ পর্যন্ত ১০১ রানের অসাধারণ জয়ের পর বাবাকে স্মরণ করেছেন জয়ের অন্যতম নায়ক জাকের। সঙ্গে স্মৃতিচারণ করেন ২০০৯ সালের সেই সিরিজের। ছোট্ট জাকের রাত জেগে দেখেছিলেন ম্যাচগুলো, সাক্ষী হয়েছিলেন বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ের। যে সিরিজের সঙ্গে জড়িয়ে আছেন তার বাবা।